ইস্টার্ন ব্যাংক নিয়ে এল পরিধানযোগ্য পেমেন্ট সলিউশন

EBL introduces first ever wearable payment solutions in Bangladesh ekeybolebiggyapon

দেশে প্রথমবারের মত পরিধানযোগ্য পেমেন্ট সলিউশন প্রযুক্তি নিয়ে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

ওয়্যারইবিএল নামে নতুন এই প্রযুক্তি সম্প্রতি লঞ্চ করেছে ইবিএল। এ উপলক্ষ্যে ইবিএল এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ওভিসি লঞ্চ করা হয়েছে।

ঘোষণা দেয়ার সাথে সাথে বেশ সাড়া ফেলেছে ওয়্যারইবিএল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তিটি নিয়ে আলোচনা চলছে।

এই প্রযুক্তি ব্যবহার করে আংটি, ফোনের পেছনে থাকা পপসকেট কিংবা রিস্ট ব্যান্ড দিয়ে সরাসরি পেমেন্ট করা যাবে।
স্পর্শবিহীন কার্ড প্রযুক্তিকেই পরিধানযোগ্য প্রযুক্তিতে পরিবর্তন করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর ইবিএল এর প্রধান কার্যালয়ে এই পণ্যটির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ওয়্যারইবিএল পণ্যগুলোর দাম রাখা হয়েছে ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে।