জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড স্যাভয় এর নতুন প্রোডাক্ট আইসক্রিম কেক বাজারে বেশ সাড়া ফেলেছে।
ভোক্তারা আইসক্রিম কেকটির ব্যাপারে বেশ আগ্রহী। স্যাভয় এর ফেসবুক পেজে আগ্রহী ক্রেতারা কেকটির দাম এবং কোথায় পাওয়া যাবে তা জানতে চেয়ে কমেন্ট করছেন।
তবে এখনও সব দোকানে কেকটি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সুপারশপের পাশাপাশি স্যাভয় এর ফেসবুক পেজের মাধ্যমে কেকটি অর্ডার করা যাচ্ছে।
ফেসবুকে অর্ডার করলে দুই দিনের মধ্যে শুধু ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি দেয়া হচ্ছে।
অনলাইন অর্ডারে কেকটির দাম ১১০০ টাকা।
ডার্ক ডেজায়ার এবং গোল্ডেন ডিলাইট এই দুই ফেভারে পাওয়া যাচ্ছে আইসক্রিম কেকটি।