২৫ বছর পর লোগো বদলালো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

MTB rebranding Lie to Eye

নেভিগেটিং চ্যালেঞ্জ, বিল্ডিং ট্রাস্ট শিরোনামে টাউনহল ২০২৫ পালন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই আয়োজনে নিজেদের নতুন লোগো উন্মোচন করে ব্যাংকটি।

এর আগে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় নতুন লোগো নিয়ে প্রি-হাইপ ক্যাম্পেইন চালানো হয়। এ নিয়ে তাই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল।

নতুন লোগোতে ব্যাংকের রূপান্তর ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন রাখা হয়েছে। ক্যাম্পেইনটি করেছে বিজ্ঞাপনী সংস্থা লাই টু আই।

পাশাপাশি নতুন টিভিসি লঞ্চ করেছে ব্যাংকটি।

১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিল বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।