বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারাদেশ

সঞ্চয়ের প্রবণতা মানুষকে স্বচ্ছল করে তোলে। তবে সঞ্চয়ের জন্য ব্যাংকে গিয়ে একাউন্ট খোলা, কাগজপত্র জমা দেয়া অনেকের জন্যই ঝামেলার। অনেকে সময় বের করতে পারেননি। কিন্তু ব্যাংকে না গিয়ে দিন-রাত যেকোন সময় যদি স্মার্টফোনের মাধ্যমে ডিপিএস খোলা যায়। সে সুযোগ করে দিয়েছিল বিকাশ।

এবার সেই সুযোগ কাজে লাগিয়ে যারা ডিপিএস করে উপকৃত হয়েছেন তাদের নিয়ে টিভিসি তৈরি করেছে বিকাশ। এই ক্যাম্পেইনের লাইন দেয়া হয়েছে, বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারাদেশ।

এখন পর্যন্ত দুটি টিভিসি প্রকাশ করা হয়েছে। যেখানে পটুয়াখালীর কেওয়াবুনিয়ার মাদ্রাসা শিক্ষক এবং ইমাম মো: সিহাব উদ্দীনের মোটরসাইকেল কেনার গল্প দেখানো হয়েছে। কীভাবে মোটরসাইকেলটি তার প্রতিদিনের জীবনযাপনকে সহজ করেছে, আর কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস-এ টাকা জমিয়ে তিনি মোটরসাইকেলটি কিনেছেন সেটা তার বয়ানে তুলে ধরা হয়েছে।

আরেকটি টিভিসিতে ঢাকার আদাবরের গৃহিনী সৈয়দা আয়েশা আখতার এর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি বছরের শুরুতে তার বাচ্চাদের স্কুলের খরচের জন্য ডিপিএস করেছিলেন বিকাশের মাধ্যমে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দুজনেই তাদের সমস্যা এবং সমাধানগুলোকে সহজভাবে বর্ণনা করেছেন, যা অনেকের সাথেই মিলে যায় এবং তখনই সঞ্চয়ের গুরুত্বটা দর্শকদের মনে প্রভাব ফেলে এবং এই বিজ্ঞাপন দেখে অনেকেই বিকাশ এর মাধ্যমে ডিপিএস করতে আগ্রহী হবেন সেটা নিশ্চিত করেই বলা যায়।

এরকম সহজ এবং জীবন ঘনিষ্ঠ বিজ্ঞাপন সহজে দর্শকদের মনে জায়গা করে নেয়।