আমরা অনেক সময়ই অ্যাপ্রিসিয়েট করতে পারি না। রোজকার খাবার যে আমাদের টেবিলে আসে, তার পেছনে ঘরের একজনের ক্লান্তিহীন শ্রম থাকে। পরম ভালোবাসায় তিনি রান্না করেন আমাদের জন্য। অথচ আমরা সেটা খেয়াল করেও দেখি না।
একবার মুখ ফুটে ‘ভালো হয়েছে’ বলতেও যেন কষ্ট হয়ে যায়। এসব বিষয় উঠে এসেছে এসিআই গুঁড়া মসলার নতুন বিজ্ঞাপনে।
টিভিসিটিতে বলা হয়েছে, ‘পরম যত্ন ও ভালোবাসার যে রান্না, তা যেন অবহেলা না পায়।’
বিজ্ঞাপনটির কাট ভার্সন টিভিতে প্রচারিত হচ্ছে। এক মিনিট ২৮ সেকেন্ডের ফুল ভার্সনটি রয়েছে এসিআই পিওর ফুডস এর ফেসবুক পেজে।