অ্যানালাইজেন এর ১৫ বছর

analyzen 15 years anniversary

১৫ বছর পূর্তি উদযাপন করছে বিজ্ঞাপনী সংস্থা অ্যানালাইজেন

এই দীর্ঘ পথচলার স্মারক হিসেবে তারা বেছে নিয়েছে #15YearsofReanalyzingCreativity হ্যাশট্যাগটিকে।

ডিজিটাল যুগের প্রথম প্রজন্মের এজেন্সিগুলোর মধ্যে অ্যানালাইজেন প্রধানতম।

২০০৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি তাদের কাজের মাধ্যমে সৃষ্টিশীলতা এবং প্রযুক্তির দারুণ সমণ্বয় ঘটিয়েছে।

সুমিত সাহা এবং রিদওয়ান হাফিজের হাত ধরে বুয়েটের হলের রুমে বসে যাত্রা শুরু হয়েছিল অ্যানলাইজেনের।

তারা দুজনেই ছিলেন কম্পিউটার সায়েন্সের ছাত্র।

প্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে তারা গড়ে তোলেন অ্যানালাইজেন।