আজ (২১ জুন) বিশ্ব মোটরসাইকেল দিবস।
দিবসটি উপলক্ষ্যে আজ দৈনিক প্রথম আলোর প্রথম দুই পাতাজুড়ে ছাপানো হয়েছে একটি অ্যাডভার্টোরিয়াল।
দুই পাতাজুড়ে পাঁচটি রিপোর্ট ছাপা হয়েছে। প্রথম পাতায় ছাপা হওয়া দুটি রিপোর্টের শিরোনাম হলো, দেশের রাস্তায় দেশে তৈরি মোটরসাইকেল। মোটরসাইকেলের ইঞ্জিনও এখন দেশে সংযোজিত হয়।
প্রথম পাতায় ছাপা হয়েছে টিভিএস এবং বাজাজ এর বিজ্ঞাপন।
দ্বিতীয় পাতায় রয়েছে তিনটি রিপোর্ট। এসব রিপোর্টের শিরোনামগুলো হলো, সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময়, ঝুঁকিও আছে। নিরাপত্তা বৈশিষ্ট্য: কী দেখে কিনবেন মোটরসাইকেল। মোটরসাইকেল কিনতে পাওয়া যায় ব্যাংকঋন।
দ্বিতীয় পাতায় ছাপা হয়েছে সুজুকি এবং রানার এর বিজ্ঞাপন।