বিজ্ঞাপনী সংস্থা অগিলভির নেটওয়ার্কে যুক্ত হলো গ্রে। এর মাধ্যমে ডব্লিউপিপি এর অংশ হলো গ্রে।
ডব্লিউপিপি একটি বহুজাতিক বিজ্ঞাপনী নেটওয়ার্ক। তবে তাদের যাত্রা শুরু হয়েছিল প্লাস্টিক কোম্পানি হিসেবে।
ডব্লিউপিপি এর অর্থ ওয়্যার অ্যান্ড প্লাস্টিক প্রোডাক্টস। ১৯৭১ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
১৯৮০ এর দশকে ডব্লিউপিপি বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিতে থাকে। ধীরে ধীরে বিজ্ঞাপন ও মার্কেটিং কমিউনিকেশন্স এর বেশকিছু কোম্পানি কিনে নিয়ে বিশ্বের সর্ববৃহৎ অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কে পরিণত হয় ডব্লিউপিপি। এর প্রধান কার্যালয় লন্ডনে।
২০০৪ সালে প্লাস্টিক পণ্য উৎপাদনের ব্যবসা বন্ধ করে দেয় তারা।
১৯৪৮ সালে ডেভিড অগিলভি তার সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কে গড়ে তোলেন বিজ্ঞাপনী সংস্থা হিউয়েট, অগিলভি, বেনসন অ্যান্ড ম্যাথার। এটি ডব্লিউপিপি নেটওয়ার্কে যুক্ত হয় ১৯৮৯ সালে, তখন বিজ্ঞাপনী সংস্থাটির নাম ছিল অগিলভি অ্যান্ড ম্যাথার।
২০১৮ সালে ম্যাথার বাদ গিয়ে শুধু অগিলভি নামে বিশ্বজুড়ে পরিচালিত হচ্ছে সংস্থাটি। বাংলাদেশে অগিলভির কার্যক্রম থাকলেও পরে তা বন্ধ করে দেয়া হয়।
গ্রে এর যাত্রা শুরু হয়েছিল ১৯১৭ সালে, নিউ ইয়র্কে, লরেন্স ভ্যালেনেস্টাইন এবং আর্থার সি. ফ্যাট এর হাত ধরে। বাংলাদেশে গ্রে এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে এপেক্স গ্রুপের মাধ্যমে।