গ্রামীণফোন নিজেদের প্রচার করছে ১ নম্বর নেটওয়ার্ক হিসেবে। সেই সিরিজেরই নতুন বিজ্ঞাপন সম্প্রতি প্রচার শুরু করেছে তারা।
আগে এই সিরিজের বিজ্ঞাপনে দেখা গেছে অভিনেতা মোশাররফ করিম এবং আফরান নিশোকে। যেখানে মোশাররফ করিম বাসের সুপারভাইজার এবং নিশো ছিলেন যাত্রী।
এই পর্বে মোশাররফ করিম বাস সুপারভাইজার পদে আগের মতই আছেন। নতুন যাত্রী হিসেবে যোগ হয়েছেন অভিনেতা হাসান মাসুদ। এর মাধ্যমে অনেকদিন পর কোনো বিজ্ঞাপনে তাকে দেখা গেল।
বিজ্ঞাপনটিতে দেখা গেছে, একজন খুঁতখুতে মানুষ বেছে মাছ কিনছেন। কিন্তু তার বাছবিচার মত মাছ কেনার আগেই বাকিরা সব কিনে নিয়ে যায়। তার কপালে থাকে শুধু মাছ ঢাকার বরফ।
মোশাররফ করিম বলছেন, শুধু জিপিতেই মনের মত অফার পাওয়া যায় ফলে এত বাছতে হয় না।
যদিও অফারের বহর দেখে গ্রাহকরা এ বিষয়ে একমত নাও হতে পারেন।