সৈয়দ গাউসুল আলম শাওন, বাংলাদেশের বিজ্ঞাপন জগতের এক জনপ্রিয় নাম। জনপ্রিয় অনেক ক্যাম্পেইন আইডিয়া এসেছে তার হাত ধরে।
বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি অভিনয় এবং লেখালেখির সাথেও জড়িত তিনি।
বর্তমানে ডটবার্থ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি।
শাওনের বিজ্ঞাপনের যাত্রা শুরু হয় দিল্লিতে। পরে বাংলাদেশে এসে তিনি যোগ দেন ইউনিট্রেন্ডে। ২০০০ সালে ইউনিট্রেন্ডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের যাত্রা শুরু হয় তার হাত ধরে।
এরপর তিনি যোগ দেন এশিয়াটিকে, ক্রিয়েটিভ ডিরেক্টর এবং স্ট্র্যাটেজিক প্ল্যানার হিসেবে।
তবে বিজ্ঞাপনের জগতে গাওসুল আলম শাওনের পথচলা বিস্তৃত এবং সাফল্যমন্ডিত হয় গ্রে ঢাকা এর মাধ্যমে। দীর্ঘ ১৭ বছর গ্রে ঢাকার নেতৃত্ব দেন শাওন।
এরপর তিনি শুরু করেন ডটবার্থ।
কোকাকোলা, স্পিড, ফ্রুটিকা, ডিপ্লোমা, রহিম আফরোজ, গ্রামীণফোন, এসিআই লবন সহ অসংখ্য ব্র্যান্ডের জন্য জনপ্রিয় সব ক্যাম্পেইন করেছেন তিনি।