সিনিয়র কপিরাইটার পদে লোক নেবে এশিয়াটিক এমসিএল। আবেদনের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুন আইডিয়া ভাবা ও লেখার অভ্যাস থাকতে হবে।
ডিজিটাল অ্যাডভার্টাইজিং টিমে এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ নেবে এশিয়াটিক। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
দুটি পদেই অ্যাপ্লাই করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
সিভি পাঠাতে হবে career@asiaticmcl.com এই মেইলে।
মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে দিতে হবে।