৬০ বছর পর লোগো বদল করলো নোকিয়া

এক সময়ের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড নোকিয়া এখন ধুঁকছে। বেসিক ফোনের জগতে নোকিয়া ছিল রাজা। কিন্তু এরপর স্মার্টফোন যুগের সাথে তাল মেলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে ব্র্যান্ডটি।

সময়ের অনেক পরে অ্যানড্রয়েড হ্যান্ডসেট বাজারে এনে চেষ্টা করেছিল হারানো অবস্থান পুনরুদ্ধার করতে। তবে সেখানেও সফল হয়নি তারা।

এবার লোগো বদল করে পরিবর্নের আভাস দিল তারা।

নোকিয়ার পুরোনো লোগো

নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ এর মতে, নোকিয়া আর শুধু হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে থাকবে না। তারা আরও বৃহৎ পরিসরে বাণিজ্যিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে সামনের দিনগুলোতে।

ফিনিশ এই ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল ১৮৬৫ সালে। প্রথমে এটি ছিল গাছ থেকে কাঠ তৈরির কারখানা। ১৯৯০ এর দশকে টেলিকমিউনিকেশন প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করে প্রতিষ্ঠানটি।

সূত্র: জিএসএম এরিনা, রয়টার্স