বাংলাদেশের বাজারে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা।
টেকসই, জ্বালানি সাশ্রয়ী হিসেবে হোন্ডার মোটরসাইকেলের সুনাম রয়েছে।
বাজারে হোন্ডার ১০০ থেকে ১৬০ সিসির মধ্যে বেশ কয়েকটি মডেল রয়েছে।
এবার হোন্ডা ১৬০ সিসি সেগমেন্টে নতুন একটি মডেল নিয়ে এসেছে।
হোন্ডা এসপি ১৬০ মডেলটি গত জুলাইতে বাজারে ছাড়া হয়।
এর লুক হোন্ডা এসপি ১২৫ থেকে ইন্সপায়ার্ড।
পার্ল স্পার্টান রেড, পার্পেল ইগনেয়াস ব্ল্যাক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এই তিনটি রংয়ে পাওয়া যাচ্ছে এসপি ১৬০ বাইকটি।
সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট এর দাম ১ লাখ ৯৭ হাজার টাকা এবং ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট এর দাম ২ লাখ ২৫ হাজার টাকা।