সিয়াম এবং মিমকে ক্লথিং ব্র্যান্ড সেইলর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।
এখন থেকে সেইলর এর প্রমোশনাল ক্যাম্পেইনে তাদেরকে নিয়মিত দেখা যাবে। সেইলর এর অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।
সিয়াম বর্তমানে সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। এর পাশাপাশি নিজের ক্লথিং ব্র্যান্ড হোলাগো এরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।
অন্যদিকে মিম এক সময় লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। এছাড়াও বার্জার এবং ওয়ালটন এর বিজ্ঞাপনে তাকে দেখা গেছে।