সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নেবে বিটপী

fcb bitopi is hiring client service senior executive

বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং পুরোনো বিজ্ঞাপনী সংস্থা এফসিবি বিটপী সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে লোক নেবে।

ক্লায়েন্ট সার্ভিসিং ডিপার্টমেন্টের এই পদের জন্য দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এজেন্সি কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো।

বিটপীর ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে।

আগামী ১৫ আগস্টের মধ্যে hr@bitopi.com এই মেইলে সিভি পাঠাতে বলা হয়েছে।