লোগো পাল্টালো হাভাস

হাভাস-লোগো-হাভাস বাংলাদেশ-ভিভেন্দি গ্রুপ-কোনরান ডিজাইন গ্রুপ

লোগো বদল করলো বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থা হাভাস

১৩ জুন থেকে বিশ্বব্যাপী নতুন লোগো উন্মোচন করে সংস্থাটি।

এর মাধ্যমে তারা নতুন সময়ের জন্য নতুন করে শুরু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

হাভাসকে নতুন এই লোগো নির্মাণে সহায়তা করেছে কোনরান ডিজাইন গ্রুপ।

ফ্রান্সের প্যারিসভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থা হাভাস।

বর্তমানে সংস্থাটি ভিভেন্দি গ্রুপ এর অংশ হিসেবে কাজ করছে।

এর আওতায় ১০০ টিরও বেশি দেশে হাভাস এর কার্যক্রম চলছে।

বাংলাদেশে হাভাস আগে আইপজিটিভ এর সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে হাভাস বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করে।

সূত্র: ইফোরএম, সোশ্যাল সমুচা, হাভাস।