দুই পদে লোক নেবে এশিয়াটিক

Asiatic mcl new job offer visualizer April 2023

দেশের অন্যতম বৃহৎ ও পুরোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি এশিয়াটিক এমসিএল দুটি পদে লোক নেবে।

এজেন্সির অফিসিয়াল ফেসবুক পেজে সিভি চেয়ে পোস্ট দেয়া হয়েছে।

সিনিয়র ভিজ্যুয়ালাইজার পদের জন্য ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সিভি পাঠানোর শেষ সময় ৮ এপ্রিল।

ম্যানেজার, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস পদের জন্য ৫ থেকে ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সিভি পাঠানোর শেষ সময় ১০ এপ্রিল।