রেজা আলীর কর্মময় জীবন

bitopi-founder-reza-ali-dies-advertising-ekeybolebiggyapon

রেজা আলী ১৯৬৮ সালে বিটপী অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠা করেন। বিটপী থেকে তাঁর করা উল্লেখযোগ্য ও জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে মায়া বড়ি, রাজা এবং ওরস্যালাইন-এর বিজ্ঞাপনী ক্যাম্পেইন।

এ ছাড়াও বাটা, ব্রিটিশ এয়ারওয়েজ, কোকা-কোলা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেকিট বেনকিজার, গ্রামীণফোন-এর মতো অসংখ্য ব্র্যান্ডের ক্যাম্পেইনগুলো নিয়ে আজও বাংলাদেশের বিজ্ঞাপন জগতে আলোচনা হয়।

কর্মময় জীবনে তিনি নানারকম উদ্যোগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৮৪ সালে তিনি মিসামি গার্মেন্টস লিমিটেড প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের একজন অগ্রদূত এবং শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন।

ময়মনসিংহের ত্রিশালে তিনি রেমি ফার্মস প্রতিষ্ঠা করেন এবং ত্রিশাল থেকেই তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

১৯৪০ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন রেজা আলী। ঢাকার সেন্ট গ্রেগরি, লাহোরের আইচিসন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি।

১৯৬০-এর দশকের প্রথম দিকে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের একজন অগ্রজ ছিলেন, এজন্য তিনি কারাবরণও করেছিলেন।

আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ছিলেন সুপ্রিম কোর্ট বারের একজন সদস্য।

আজ ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।