রেজা আলীকে স্মরণ করলো বিজ্ঞাপনের মানুষেরা

১৯৬৮ সালে রেজা আলী প্রতিষ্ঠা করেন বিটপী। এরপর বিটপীর সাথে যুক্ত হয়েছে আরও নানা বিজ্ঞাপনী সংস্থা। তবে এ যাত্রার পথিকৃৎ ছিলেন রেজা আলী। আর তাই তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে বাংলাদেশের বিজ্ঞাপনের জগতে।

দেশের নামকরা প্রায় সব বিজ্ঞাপনী সংস্থাই তাঁর অবদানকে স্মরণ করেছে, শ্রদ্ধা জানিয়েছে তাঁর স্মৃতির প্রতি। এসব পোস্টের ভেতর থেকে বাছাই করা কিছু পোস্ট নিচে দেয়া হল।

গ্রে ঢাকা

মিডিয়াকম

অ্যাডকম

অ্যানালাইজেন

এক্সপ্রেশন্স

ম্যাগনিটো

বাপ

দ্য অ্যাডভার্টাইজিং ক্লাব