বাংলাদেশে লঞ্চ হয়েছে রয়েল এনফিল্ড বাইক এর চারটি মডেল।
এই বাইক নিয়ে বাইকারসহ সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই।
বব ওয়াকার এবং জুলেস গেটিয়েট নামক দুজন উদ্যোক্তার হাত ধরে ১৮৯১ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে রয়েল এনফিল্ড।
তবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল বাজারে ছাড়া হয় ১৯০১ সালে।
শুরুতেই ব্র্যান্ডটি তাদের শ্লোগান ঠিক করে, ‘মেইড লাইক আ গান’।
প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়েল এনফিল্ড। যুদ্ধক্ষেত্রে দ্রুত যোগাযোগের জন্য এসব মোটরসাইকেল ব্যবহৃত হতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের সাথে চুক্তিবদ্ধ হয় রয়েল এনফিল্ড এবং মিলিটারি গ্রেড মোটরসাইকেল নির্মাণ শুরু করে।
১৯৪৯ সালে ভারতে লঞ্চ করা হয় ৩৫০ সিসির বুলেট। ভারতে দ্রুত জনপ্রিয়তা পায় এই মোটরসাইকেল ব্র্যান্ড।