ডেভিড ওগিলভি এর লেখা রোলস-রয়েস এর একটি কপি আজও কপিরাইটিং এর ক্ল্যাসিক এক্সামপল হিসেবে ব্যবহার করা হয়।
১৯৫৮ সালে রোলস-রয়েস এর জন্য ক্যাম্পেইনটি করেছিলেন ওগিলভি।
যেখানে হেডলাইনে লেখা ছিল, ঘণ্টায় ৬০ মাইল গতিতে চলা রোলস-রয়েসে যে শব্দটা কানে আসবে সেটা হচ্ছে ঘড়ির কাটা ঘোরার আওয়াজ।
মানে রোলস-রয়েস এতই নিখুঁতভাবে তৈরি যে দারুণ গতিতে ছুটলেও এটি নি:শব্দে ছুটবে, কোনো ঝনঝন শব্দ হবে না, ঝাঁকি লাগবে না।
হেডলাইনে অল্প কথায় সেরে বডি কপিতে বিস্তারিতভাবে রোলস রয়েস এর ফিচার বর্ণনা করা হয়েছে রোলস রয়েস এর এক ইঞ্জিনিয়ারের বয়ানে।
তিনি বলছেন, রোলস-রয়েস গাড়ির খুটিনাঁটি প্রত্যেকটি বিষয় বিশেষ নজর দেয়। আর এটাই তাদের বাকিদের থেকে আলাদা করেছে।
লাক্সারিয়াস গাড়ি ব্র্যান্ড রোলস-রয়েস এর যাত্রা শুরু হয় ১৯০৬ সালে।
১৯৯৮ সালে কোম্পানিটি অধিগ্রহণ করে আরেক লাক্সারিয়াস গাড়ি ব্র্যান্ড বিএমডব্লিউ এজি।
বর্তমানে ইংল্যান্ডে রোলস-রয়েস এর প্রধান কার্যালয় অবস্থিত।