মিস্টার হোয়াইট এর নতুন বিজ্ঞাপন নজর কেড়েছে সবার। শৈশবে সেবা প্রকাশনীর বইয়ে পড়া ওয়েস্টার্ন ছবির সেটে ডুয়েলে মুখোমুখি নিশো। কিন্তু রিভলবারের বদলে পকেট থেকে বের হল মিস্টার হোয়াইটের প্যাকেট! আর ধুয়ে সাফ হয়ে গেল সব ময়লা! এরকম চমকপ্রদ আইডিয়া নিয়ে বিজ্ঞাপন এবং ক্যাম্পেইনটি করেছে প্যাপিরাস কমিউনিকেশন্স লিমিটেড। টিভিসি মুক্তির পাশাপাশি দেশের প্রথম সারির বেশ কয়েকটি পত্রিকায় পুরো পাতার বিজ্ঞাপন ছাপানো হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। কাজী এন্টারপ্রাইজেসের একটি পণ্য মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এর ট্যাগলাইন ঠিক করা হয়েছে, পারফেক্ট পরিস্কার, প্রতিবার।