বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা এখন সর্বত্র। বাংলাদেশে এই উন্মাদনা যেন একটু বেশিই চোখে পড়ে। তাই ব্র্যান্ডগুলোও ব্যস্ত থাকে বিশ্বকাপের ইভেন্টের সাথে মিলিয়ে নিজেদের পণ্যগুলোর মার্কেটিং করতে।
টিভির একটা আলাদা চাহিদা এই সময় থাকে। টিভিতে নানা রকম ছাড়ের অফার আগেই শুরু হয়েছে, এখনও চলছে। টিভি দেখে মানুষ ড্রয়িংরুমের সোফায় বসে বা বেডরুমের বিছানায় বসে।
দেশি ফার্নিচার ব্র্যান্ড হাতিল বিশ্বকাপ উপলক্ষ্যে একটি প্রিন্ট অ্যাড তৈরি করেছে। যেখানে তারা ড্রয়িংরুমের সোফাসেটের ব্র্র্যান্ডিং করেছে। বিশ্বকাপের দুই ফেবারিট ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি পরানো হয়েছে মডেলদের সাথে কপি দেয়া হয়েছে live & relive.
প্রথম আলোর লাইফস্টাইল সাপ্লিমেন্ট নকশায় ছাপা হয়েছে এই প্রিন্ট অ্যাডটি।