বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট সিম আনলো জিপি

ekeybolebiggyapon

বেড়াতে বা কাজের জন্য স্বল্প সময়ে বাংলাদেশে আসা বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সিম চালু করেছে গ্রামীণফোন।

এই সিমের নাম রাখা হয়েছে জিপি ট্যুরিস্ট সিম

রাজধানীর একটি হোটেলে এক আয়োজনের মাধ্যমে গত বুধবার এই সিম বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরির সিম বাজারে ছাড়া হয়েছে।

৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন- এই তিনটি মেয়াদের সিমে রয়েছে আলাদা প্যাকেজ ও মূল্য।

পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে বিদেশি পর্যটকরা এসব সিম বিক্রয়কেন্দ্র থেকে কিনতে পারবেন।