বিজ্ঞাপনী সংস্থা বিটপী এর প্রতিষ্ঠাতা রেজা আলী মারা গেছেন। আজ ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একাধারে ছিলেন উদ্যোক্তা এবং সংসদ সদস্য।
আগামী বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একই দিনে আসর বাদ বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিটপীর তরফ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
১৯৬৮ সালে রেজা আলীর হাত ধরে বিজ্ঞাপনী সংস্থা বিটপীর যাত্রা শুরু হয়।