বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন নিয়ে এলো সেনোরা

senora bio sanitary napkin launched ekeybolebiggyapon

বাংলাদেশের প্রথম বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন নিয়ে এলো সেনোরা।

আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নতুন এই প্রোডাক্টটি লঞ্চ করেছে স্কয়ার গ্রুপের এই ব্র্যান্ডটি।

দৈনিক প্রথম আলোর প্রথম পাতার অর্ধেক জুড়ে একটি প্রিন্ট অ্যাড ছেপেছে তারা

সেই সাথে তাদের ফেসবুক পেজে প্রোডাক্টটি নিয়ে প্রোমোশন চালানো হয়েছে।

যেখানে জানানো হয়েছে, মোবারক আহমদ খান-এর পরামর্শে এবং নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা TNO- এর কারিগরি সহযোগিতায় তৈরি এই ন্যাপকিনটি বায়োডিগ্রেডেবল কটন টপ শিট এবং পটেটো স্টার্চ হতে তৈরি বায়োডিগ্রেডেবল লিক প্রুফ ব্যাক শিট এবং র‍্যাপার হওয়ায় মাত্র ৬ মাসেই পরিবেশের সাথে মিশে যায়।

senora bio sanitary napkin launched ekeybolebiggyapon
বিশ্ব পরিবেশ দিবসে প্রথম আলোর অর্ধেকজুড়ে ছাপা হওয়া সেনোরার বায়ো ন্যাপকিনের প্রিন্ট অ্যাড