বাবার হাতের রান্না

এসিআই পিওর শাহী বিরিয়ানি মসলার নতুন ওভিসি সবার মন ছুঁয়ে গেছে। একেই বলে মনকাড়া বিজ্ঞাপন।

অনেকদিন পর এরকম ইমোশনাল গল্পের কাজ পাওয়া গেল।

গল্পে দেখা যায় মা হারা এক কিশোরী মেয়ে ও তার বাবার গল্প। বাবা তার মত করে চেষ্টা করে মায়ের অভাব পূরণ করতে। চেষ্টা করে মেয়ের মনমত খাবার রান্না করতে।

মেয়েকে যখন জিজ্ঞেস করে বাবা, রান্নাটা তোর মায়ের মত হয়নি না? মেয়ে চোখে পানি নিয়ে বলে, না, বাবার মত হয়েছে।
আসলে বাবারা কখনো মা হতে পারেন না ঠিকই তবে বাবা হয়ে ওঠাটাই কম কঠিন নয়।

প্রোডাক্টের সাথে দারুণভাবে মিশে গেছে গল্পটা আর এখানেই এই গল্প ও নির্মাণের স্বার্থকতা।

ককটেল অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনটির আইডিয়েশন করেছে আর নির্মাণ করেছেন বিফিল্মস এর আশফাক বিপুল।