বাজারে নতুন: ট্রিট ম্যাজিক চকলেট বক্স

প্রাণ ফুডসের প্রোডাক্ট ট্রিট। এই ব্র্যান্ডটি কাজ করে চকলেট আইটেম নিয়ে।

সম্প্রতি নতুন একটি প্যাকেজিং বাজারে ছেড়েছে তারা।

ট্রিট ম্যাজিক চকলেট বক্স নামের এই প্যাকেটে ট্রিটের বিভিন্ন প্রোডাক্ট মিলিয়ে একটি কম্বো বানানো হয়েছে।

প্যাকেকটি খুললে এর ভাজে ভাজে রাখা আছে চকলেটগুলো।

প্যাক ডিজাইনের কারণে প্রোডাক্টটি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।