বাজারে এলো নতুন দুই বাইক

বাংলাদেশের বাজারে নতুন দুটি বাইক লঞ্চ হয়েছে।

ইয়ামাহা নিয়ে এসেছে এফজেডএস ভার্সন ফোর এবং হোন্ডা নিয়ে এসেছে হর্নেট ভার্সন টু।

এসিআই মোটরস নিয়ে এসেছ ইয়ামাহা এফজেডএস ভার্সন ফোর।

১৫০ সিসির বাইকটির বাজারমূল্য ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

হোন্ডার জনপ্রিয় মডেল হর্নেট এর নতুন ভার্সন হর্নেট ভার্সন টু বাজারে এনেছে হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

১৮৫ সিসি বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার।