বন্ধু দিবসে গ্রামীণফোনের মনকাড়া ওভিসি

gp friendship day campaign 2023 ekeybolebiggyapon

গত ৩০ জুলাই ছিল বিশ্ব বন্ধু দিবস। স্বাভাবিকভাবেই ব্র্যান্ডগুলো এই দিবস উপলক্ষ্যে নানা ধরণের কনটেন্ট নির্মাণ করেছে।

তবে তার ভেতর থেকে আলাদাভাবে নজর কেড়েছে গ্রামীণফোনের অ্যাকসেপ্ট দ্য ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যাম্পেইনটি।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে যৌথভাবে ক্যাম্পেইনটি করেছে গ্রামীণফোন।

ওভিসির গল্পে দেখানো হয়েছে আমাদের আশেপাশে থাকা বোবা প্রাণীরা তাদের ভাষায় আমাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমাদের বন্ধু হতে চায়।

তাদের ভাষা বুঝতে পারলে তারাও হতে পারে আমাদের বন্ধু। ওভিসির মাধ্যমে প্রাণীর প্রতি সহিংসতা না করে বরং তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আহ্বান জানানো হয়েছে।