প্ল্যানিংয়ে লোক নেবে মাইন্ডশেয়ার

প্ল্যানিং ডিপার্টমেন্টের জন্য সিনিয়র এবং জুনিয়র পদে লোক নেবে মাইন্ডশেয়ার বাংলাদেশ।

মাইন্ডশেয়ার এর পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।

প্ল্যানিং স্ট্রাটেজিস্ট পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন।

প্ল্যানিং এক্সপার্ট পদে আবেদনের জন্য দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

mindshare bangladesh planning recruit ekeybolebiggyapon

আগামী ৩০ মে এর মধ্যে আবেদন করতে হবে।

সিভি পাঠাতে হবে career@groupm-bd.com এই মেইলে।

এশিয়াটিক থ্রি সিক্সটি এর একটি প্রতিষ্ঠান মাইন্ডশেয়ার বাংলাদেশ।