ডটবার্থ নিয়ে মাঠে শাওন

গুজব গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। গ্রে ছাড়ার পর কোথায় যাবেন গাউসুল আলম শাওন?

বাংলাদেশের বর্তমান সময়ের সেরা এজেন্সির নাম বলতে গেলে গ্রে ঢাকার নাম আসবেই।

এই গ্রে ঢাকাকে বিজ্ঞাপন জগতে সুপ্রতিষ্ঠিত করতে গাউসুল আলম শাওনের বিশেষ ভূমিকা রয়েছে।

সেই শাওন যখন গ্রে ছাড়ার ঘোষণা দিলেন তখনই বোঝা গিয়েছিল নতুন কিছু নিয়েই মাঠে নামবেন তিনি।

বিজ্ঞাপন জগতে তার কাছের লোকেরা আগে থেকেই বিষয়টা জানতেন।

তবে শাওন সবাইকে বিষয়টা জানালেন বেশ অনেকদিন পরে।

এতদিনে ঘর গুছিয়ে মাঠে নেমেছেন তিনি।

ডটবার্থ নামে নতুন এক এজেন্সি শুরু করেছেন। এজেন্সিটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন তিনি।

শোনা যাচ্ছে, ট্রান্সকম গ্রুপের বিনিয়োগ রয়েছে এই এজেন্সিতে।

বনানীতে অফিস নেয়া হয়েছে।

শাওনের সর্বশেষ কর্মস্থল গ্রে ছেড়ে এসে অনেকে যোগ দিয়েছেন তার সাথে।

সবাই মুখিয়ে আছে সামনের দিনে গাউসুল আলম শাওন এবং তার ডটবার্থ টিম কি ধামাকা করে সেটা দেখার জন্য।