জিরো ক্যাল এর নতুন বিজ্ঞাপন ‘চিনি না’

zero cal new tvc masha islam ahmed hasan sunny mediacom ekeybolebiggyapon

জিরো ক্যাল এর নতুন বিজ্ঞাপন ‘চিনি না’ সম্প্রতি প্রচার শুরু হয়েছে।

১ মিনিটের এই বিজ্ঞাপনে মডেলে হিসেবে দেখা গেছে দুজন কণ্ঠশিল্পীকে। একজন আহমেদ হাসান সানি এবং অন্যজন মাশা ইসলাম। মজার বিষয় হচ্ছে বিজ্ঞাপনটি নির্মাণও করেছেন আহমেদ হাসান সানি, রোলিন রামস প্রোডাকশন হাউজ থেকে।

দুই দিনের দুনিয়া ওয়েব ফিল্মের ‘ট্যাকা পাখি’ গান গেয়ে আলোচনায় আসেন মাশা। অন্যদিকে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল ছবিতে গান গেয়ে আলোচনায় আসেন সানি। এছাড়া কাইজার ওয়েব সিরিজের প্রথম সিজনে অভিনয় করে অভিনেতা হিসেবেও পরিচিতি পান তিনি।

স্কয়ার টয়লেট্রিজের একটি পণ্য জিরো ক্যাল। এর ট্যাগলাইন হচ্ছে ‘চিনি বাদ. মিষ্টি স্বাদ’।

‘চিনি না’ বিজ্ঞাপনটি নির্মাণের নেপথ্যে রয়েছে মিডিয়াকম, যা স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা।