গ্রে ঢাকার ম্যানেজিং পার্টনার ও ক্রিয়েটিভ চিফ সৈয়দ গাউসুল আলম শাওন পদত্যাগ করেছেন।
গ্রে ঢাকার শুরুটা হয়েছিল তার হাত ধরেই। এবং আজকে গ্রের যে অবস্থান বাংলাদেশের বিজ্ঞাপন জগতে, সেটা তৈরিতে সৈয়দ গাউসুল আলম শাওনের অবদান অনস্বীকার্য।
শোনা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে মাস দুয়েক আগেই তিনি পদত্যাগ করেন।
তবে গত ৩ মার্চ তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে গ্রে ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান।
গ্রে ছাড়ার পর শাওন কি করবেন?
অনেকেই বলছেন এবার তিনি নিজের বিজ্ঞাপনী সংস্থা নিয়ে মাঠে নামবেন।
আসলে কি ঘটবে সেটা সামনের দিনগুলোতেই ক্রমশ দৃশ্যমান হয়ে উঠবে।