কপি এবং মিডিয়া টিমে লোক নেবে ওয়েভমেকার বাংলাদেশ।
এজেন্সির ফেসবুক পেজে এ সংক্রান্ত দুটি পোস্ট দেয়া হয়েছে।
ক্রিয়েটিভ টিমে কপিরাইটার চাওয়া হয়েছে।
এই পদের জন্য ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
মিডিয়া টিমে মিডিয়া এক্সিকিউটিভ পদে লোক নেয়া হবে।
দুটি পদের জন্যই আগামী ১৫ জুনের মধ্যে সিভি পাঠাতে হবে।
সিভি পাঠানোর মেইল: career@groupm-bd.com