প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারা বোঝে এবং বোঝায়। মানুষের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটায় নানাভাবে। আর সেসব কথা বুঝতে পারেন তারাই যারা কেবল তাদের সাথে থাকেন। এরকম একটি আইডিয়া নিয়ে গ্রামীণফোন লঞ্চ করেছে তাদের ওভিসি। নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলে দেয়া ছে ক্যাম্পেইনটি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছে গ্রে।
ওরা আমাদের বোঝে ঠিকই, কিন্তু আমরা কি ওদের বুঝি?
