ঈদ উপলক্ষে এপেক্স এর নতুন টিভিসি

apex duniyar sob design tvc eid 2023

প্রতি ঈদে বড় আকারে ক্যাম্পেইন করে থাকে দেশি জুতার ব্র্যান্ড এপেক্স। এবারও তারা নতুন ক্যাম্পেইন নিয়ে মাঠে নেমেছে। এবারের ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ‘দুনিয়ার সব ডিজাইন’।

ক্যাম্পেইনটির অংশে হিসেবে একটি কালারফুল টিভিসি বানানো হয়েছে। এতে থিম সং গেয়েছে স্টয়িক ব্লিস। এর মাধ্যমে বহুদিন পর আবার স্টয়িক ব্লিসকে পেলেন ভক্তরা।

কমিউনিকেশনে বলা হচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে দুই হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা এনেছে এপেক্স।