শীগগিরই তেলের দাম বাড়ছে! তাই ইউরোপিয়ানদের তেলের বিকল্প ব্যবস্থা ভাবতে আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে এই আহ্বানটি জানানো হয়েছে খুবই অভিনব এক পদ্ধতিতে।
১ মিনিটের একটি ভিডিওচিত্র ছাড়া হয়েছে আজ (৬ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসের ফেসবুক পেজ থেকে। যেখানে দেখানো হয়েছে তেলের অভাবে ঘোড়া দিয়ে আধুনিক গাড়ি টানতে হচ্ছে ইউরোপীয়দের। সেই ভিডিওতেই হুঁশিয়ারি বার্তা দেয়া হয়েছে ইউরোপীয়দের। তেলের দাম বেড়ে গেলে তেলের বিকল্প কি হতে পারে সেটাই মূল চিন্তা!
এই ভিডিওচিত্রের প্রেক্ষাপট কি? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই নানাভাবে সংকটকাল পার করছে। ইউরোপের কিছু কিছু দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দাম বেধে দিয়েছে। কিন্তু এই বাধা দামে তেল বিক্রি করতে চায় না রাশিয়া। আর তাই রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের তেল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
আর এই পরিস্থিতিরই বহি:প্রকাশ ঘটেছে রুশ দূতাবাসের প্রচার করা ভিডিওতে। তবে পরিস্থিতি যাই হোক, ভিডিওটি অন্তত এটা প্রমাণ করে যে রুশদের রসবোধ প্রখর!