নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
নতুন এই ক্যাম্পেইনের নাম, ‘আমার বিকাশ ঠেকায় কে?’
টিভিসি, ওভিসি এবং প্রিন্ট অ্যাডের মাধ্যমে ক্যাম্পেইনটির প্রচার শুরু হয়েছে।
আজ দৈনিক প্রথম আলোর প্রথম দুই পাতার পুরো পাতা জুড়ে প্রিন্ট অ্যাড ছেপেছে বিকাশ।

প্রিন্ট অ্যাডের সাথে একটি কিউআর কোড জুড়ে দেয়া হয়েছে। যেটি স্ক্যান করে ক্যাম্পেইনের অফিসিয়াল টিভিসি দেখা যাবে।

সেই সাথে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইনের ওভিসি লঞ্চ করা হয়েছে।
২ মিনিট ৫১ সেকেন্ডের জিঙ্গেল বেজড ওভিসিতে ফিচার করা হয়েছে সাউথ এশিয়ান প্রো বক্সিং চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমাকে।