চলছে পবিত্র রমজান মাস। আর দু সপ্তাহ পরেই ঈদ। শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা।
আর ঈদ কেনাকাটায় সবার পছন্দের তালিকায় থাকে আড়ং।
আড়ং তাদের ঈদ ক্যাম্পেইন লাইভ করেছে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায়।
আড়ং এর ফেসবুক পেজে সবার কাছে আড়ং আছে থিমের ক্যাম্পেইনটি লাইভ করা হয়।
মূলত অনলাইনে আড়ং থেকে কেনাকাটাকে কেন্দ্র করে সাজানো হয়েছে ক্যাম্পেইনটি।