বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল সেখ আকিজউদ্দিন এর হাত ধরে। বিড়ির ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে গ্রুপটি বৃহৎ আকার ধারণ করে।
সেখ আকিজউদ্দিন এর পর গ্রুপটির দায়িত্ব নেন তার সন্তানেরা। তাদের মধ্যে থেকে সেখ বশিরউদ্দিন আকিজ গ্রুপ থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠা করেছেন আকিজ বশির গ্রুপ।
মূলত আকিজ গ্রুপের যে খাতগুলো বশির দেখতেন সেগুলো এবং সাথে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাদা যাত্রা শুরু করলো আকিজ বশির গ্রুপ।

১৬টি আলাদা ব্যবসা নিয়ে আকিজ বশির গ্রুপ কাজ করবে। এসব ব্যবসায়িক খাতের মধ্যে রয়েছে সিরামিকস, পাট, চা, স্টিল, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার এবং পার্টিকেল বোর্ড।
এর মধ্যে কিছু ব্যবসা আকিজ গ্রুপের ছিল যেগুলো উত্তরাধিকার সূত্রে দেখাশোনা করতেন বশির উদ্দিন। আবার কিছু ব্যবসা তার নিজের হাতেই তৈরি।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নিজের মত পথ চলতে চাইছেন সেখ আকিজউদ্দিনের এই উত্তরসূরী। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর গ্রুপ চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার মা এবং সেখ আকিজ উদ্দিন এর স্ত্রী মনোয়ারা বেগম।