নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে স্কয়ারের স্যানিটারি প্যাড ব্র্যান্ড সেনোরা।
মেনস্ট্রুয়াল হাইজিন ডে ২০২৩ উপলক্ষ্যে এই ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে।
টিভিসি, ওভিসি এবং প্রিন্ট অ্যাডের মাধ্যমে ক্যাম্পেইনটি প্রচার শুরু হয়েছে।
টিভিসির গল্পে দেখানো হয়েছে এক মা তার মেয়ের প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা ভীতিমুক্ত করতে চান।
কারণ তিনি নিজে এই সময়টা ভয়ানক আতঙ্কে কাটিয়েছেন।
ক্যাম্পেইনটি তৈরি করেছে মিডিয়াকম।