সিনিয়র কপিরাইটার এবং কপিরাইটার পদে লোক নেবে ডিজিকম।
সিনিয়র কপিরাইটার পদের জন্য চার বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
কপিরাইটার পদের জন্য এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগামী ২০ জুনের মধ্যে সিভি পাঠাতে বলা হয়েছে।
সিভি পাঠানোর ঠিকানা: career.digicom@gmail.com
ডিজিকম এর অফিস গুলশানের নিকেতনে।
প্যাপিরাস কমিউনিকেশন এর একটি অঙ্গপ্রতিষ্ঠান ডিজিকম। যারা মূলত ডিজিটাল মিডিয়ামে কাজ করে।