রবি এখন বিটপীর

এখন থেকে টেলিকম অপারেটর ব্র্যান্ডে রবির মার্কেটিং কমিউনিকেশনের কাজ দেখভাল করবে বিজ্ঞাপনী সংস্থা বিটপী।

আজ তাদের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে সান কমিউনিকেশন, এডিএ বাংলাদেশসহ বেশ কয়েকটি এজেন্সির সাথে কাজ করেছে রবি

বিটপীর রয়েছে এয়ারটেল, ডিজুস এর মত ব্র্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতা।

রবির মার্কেটিং ক্যাম্পেইনে নতুন কি পরিবর্তন আনতে পারে বিটপী সেটাই এখন দেখার বিষয়।