মেঘনা গ্রুপে সৈয়দ আলমগীর

মেঘনা গ্রুপের কনজ্যুমার প্রোডাক্টস ডিভিশনের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ আলমগীর।

বাংলাদেশের মার্কেটিং জগতের সুপরিচিত নাম সৈয়দ আলমগীর।

হালাল সাবানের আইডিয়া দিয়ে অ্যারোমেটিক সাবানকে দ্রুত বাজারে প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

যমুনা গ্রুপের সাফল্যের পর তিনি যোগ দেন এসিআইতে। সেখানে এসিআই এর কনজ্যুমার প্রোডাক্টসকে জনপ্রিয় করে তোলেন।

দীর্ঘ সময় এসিআই-তে থাকার পর তিনি যোগ দিয়েছিলেন আকিজ ভেঞ্চার্সে।

এবার আকিজ ছেড়ে মেঘনা গ্রুপে যোগ দিলেন তিনি।

মেঘনা গ্রুপ তাদের এফএমসিজি আইটেমগুলো নিয়ে বর্তমানে বেশ জোরেসোরে কাজ করছে। তাদের পণ্যগুলোর ভোক্তা পর্যায়ে চাহিদাও রয়েছে।