মেঘনা গ্রুপের তাক লাগানো এভি-টি নির্মাণ করেছে ফ্লাইঅন

mgi corporate av manufacturing marvel

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা সংক্ষেপে এমজিআই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তাদের ভালো দখল রয়েছে। আটা-ময়দা-সুজি থেকে শুরু করে টিস্যু, কলম, সয়াবিন তেল সব উৎপাদন করে মেঘনা গ্রুপ। এই কোম্পানির পণ্যগুলো ফ্রেশ নামে বাজারে পাওয়া যায়। ফ্রেশ পানি এবং টিস্যু এরই মধ্যে বাজারে ভালো অবস্থানে রয়েছে।

তবে কোম্পানিটির কার্ক্রম যে কত বিশাল ও বিস্তৃত সম্প্রতি তাদের নতুন কর্পোরেট এভিতে সেটা প্রকাশ পেয়েছে। এরকম তাক লাগানো এভি এর আগে দেখা যায়নি বাংলাদেশে। ড্রোন এবং ভিএফএক্স এর কাজের অনবদ্য মিশ্রণে তৈরি হয়েছে মনকাড়া বিজ্ঞাপনটি।

আরও তাক লাগনো বিষয় কোনো বড় এজেন্সি বা প্রোডাকশন হাউজ নয়, এভিটি বানিয়েছেন একদমই নতুন একজন নির্মাতা সাকিব উল আলম

তিনি এর আগেও ড্রোন দিয়ে মিরপুর, ঢাকার বিভিন্ন এলাকা ও অন্যান্য ভিডিও তৈরি করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়েছে। তবে মেঘনা গ্রুপের মত বড় কোম্পানির কাজটি তাকে সবার কাছে পরিচিত করে তুলেছে, বিশেষ করে বিজ্ঞাপন জগতের মানুষদের কাছে। সাকিব এভিটি নির্মাণ করেছেন তার প্রোডাকশন হাউজ ফ্লাইঅন প্রোডাকশন থেকে।