মার্কেন্টাইল ব্যাংকের দুই যুগ

ব্যবসায়িক কার্যক্রম চালুর ২৪ বছর পার করছে বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষ্যে ‘গ্রাহক সেবা ও আস্থার ২৪ বছর’ শিরোনামের একটি প্রিন্ট অ্যাড ছেপেছে তারা।

দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে আজ বিজ্ঞাপনটি ছাপা হয়েছে।

mercantile bank bd 24 years anniversary ekeybolebiggyapon

সেই সাথে তাদের ফেসবুক পেজেও বিজ্ঞাপনটি পোস্ট আকারে শেয়ার করা হয়েছে।

১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করেছিল মার্কেন্টাইল ব্যাংক।

দুই যুগের পথচলায় সারা দেশে এখন তাদের ১৫২ টি শাখা এবং ৩৫টি উপশাখা রয়েছে।