ভিন্ন ফরম্যাটে এই সময়ের কাছে আসার গল্প

close up-kache ashar golpo-campaign-ekeybolebiggyapon

ইউনিলিভার বাংলাদেশ এর টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজ আপ এর ভালোবাসা দিবসের সফল ক্যাম্পেইন কাছে আসার গল্প এবার আসছে এই সময়ের কাছে আসার গল্প নামে।

এবারই প্রথম দর্শকদের কাছ থেকে কোনো গল্প নেয়া হয়নি। এর আগে প্রতিবারই দর্শকদের পাঠানো গল্পে শর্টফিল্মগুলো নির্মিত হতো।

বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম এর তত্ত্বাবধানে তিনটি শটফিল্ম নির্মিত হয়েছে। গল্পগুলো তারাই ঠিক করেছে।

সাকিব ফাহাদ পরিচালনা করেছেন সময় সব জানে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছেন টেক অফ। রাকা নোশিন নাওয়ার পরিচালনা করেছেন একটা তুমি লাগবে।
বিশ্ব ভালোবাসা দিবসে রাত ৮টায় ইউটিউবে এবং টিভি চ্যানেলে একযোগে শর্লিফিল্ম তিনটি প্রচারিত হবে।