সিনিয়র ভিজ্যুয়ালাইজার এবং ভিজ্যুয়ালাইজার পদে লোক নেবে আর্টোলোজি।
সিনিয়র পদে দুইজন এবং ভিজ্যুয়ালাইজার পদে একজন নেয়া হবে।
আর্টোলোজির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে।
সিনিয়র পদের জন্য দুই বছরের অভিজ্ঞতা এবং ভিজ্যুয়ালাইজার পদের জন্য এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
দুই পদের জন্যই ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস এবং অন্যান্য ডিজাইন টুলস চালনায় পারদর্শী হতে হবে।
এজেন্সিটির অফিস বারিধারা ডিওএইচএস-এ।
সপ্তাহে দুই দিন ছুটি রয়েছে।
অ্যাপ্লাই করার লিংক: https://t.ly/QCbx