জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস।
এ হিসেবে গতকাল (১৮ জুন) ছিল বাবা দিবস।
দিনটি উপলক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে পোস্ট করেছে।
এসব পোস্ট এর মধ্যে থেকে একেই বলে বিজ্ঞাপন এর দৃষ্টিতে সেরা (স্ট্যাটিক সিরিজ) হলো বিক্রয় ডটকম, সানশাইন এভরিডে, এসিআই রাইস এবং জয়া স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ডের কাজগুলো।
বিক্রয় ডটকম
সানশাইন এভরিডে
এসিআই রাইস
জয়া স্যানিটারি ন্যাপকিন